শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩২
অনিবার্য কারণবশতঃ এই বছর শারদীয়া মুগ্ধবাংলা ১৪৩২এর ঘোষণা একটু দেরীতে করা হল। সেই সঙ্গে এবারের শারদীয়া সংখ্যায় খুব ছোট করে আয়োজন করা হবে। দুটি বা তিনটির বেশি কমিকস থাকবে না বলেই আমার ধারণা। কিছু সমস্যার জন্য এবারে এই সিদ্ধান্ত নেওয়া। হাতে একমাস মত সময়। যদি না অন্য কোনো নতুন সমস্যার সম্মুখীন হই, মহালয়ার দিন সংখ্যাটি প্রকাশ করা ইচ্ছে রয়েছে।
13th August, 2025 7:52 AM